ভোটের আগে বনরুটি-কলা বিতরণ, যুবক কারাগারে

চাটগাঁ নিউজ ডেস্ক : ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচন কাল মঙ্গলবার। ইতিমধ্যে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষ্মণ বাবুকে ৭ দিনের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

২০ মে (সোমবার) সকাল ১১টায় হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন।

জানা গেছে, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করার অপরাধে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষ্মণ বাবু নামে এক ব্যক্তিকে বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া জব্দকৃত প্রায় ৩০০ পিস কলা ও ৩০০ পিস বনরুটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল কোরআনীয়া তালিমুদ্দিন মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে এসিল্যান্ড মো. মেজবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top