পড়া হয়েছে: ৩১
আনোয়ারা প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছে তৃণমুল বিএনপি প্রার্থী মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ। এসময় ভোটারদের কাছে সোনালী আঁশ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি৷
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে প্রচারণা শুরু করেন তিনি। প্রচারণায় তৃণমূল বিএনপির নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় তৃণমুল বিএনপি প্রার্থী মকবুল আহম্মদ চৌধুরী সাদাদ বলেন, তৃণমূল বিএনপি প্রথমবারের মতো নির্বাচন করতেছে। এ দল থেকে আনোয়ারা-কর্ণফুলী আসনে আমিও নির্বাচন করতেছি। প্রচারণায় নেমে ভোটারদের কাছে যথেষ্ট সাড়া পাচ্ছি। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হলে বিপুল ভোটে নির্বাচিত হব।