পড়া হয়েছে: ৬৬
চাটগাঁ নিউজ ডেস্কঃ কক্সবাজার উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও দেড় হাজার রোহিঙ্গাকে স্থানান্তরের উদ্দেশ্যে ভাসানচর নেওয়া হয়েছে। এই নিয়ে ভাসানচরে স্থানান্তরিত পরিবারের সংখ্যা ৩শ হতে পারে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে বাসযোগে উখিয়া কলেজ মাঠে রোহিঙ্গাদের নিয়ে আসা হয়। মঙ্গলবার রাত দশটার দিকে নোয়াখালীর ভাসানচরের উদ্দেশ্যে তাদের রওনা হওয়ার কথা রয়েছে।
কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরে কার্যক্রম শুরু হয়। এ নিয়ে ২৩ ধাপে ৯ হাজার ৭৬ পরিবারের সর্বমোট ৩৫ হাজার ৬৩২ জন রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরে স্থানান্তরিত হলো।
চাটগাঁ নিউজ/এসবিএন