সিপ্লাস ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের পর উদ্ধারকারীরা মঙ্গলবার আরও মৃতদেহ উদ্ধার করেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৫৭-তে পৌঁছেছে। এখনও ধ্বংসস্তূপের নিচে ১০ জন আটকা পড়েছে বা নিখোঁজ রয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বর্ষা মৌসুমে টানা বর্ষণ গত কয়েক বছর ধরে ভারত এবং প্রতিবেশী পাকিস্তান ও নেপালের পাহাড়ে প্রায়ই মারাত্মক আকস্মিক বন্যা ও ভূমিধসের সৃষ্টি করেছে। এর জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করা হচ্ছে।
ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসের কারণে ধ্বংসযজ্ঞটি মারাত্মক ছিল। ভূমিধসে পাথর ও গাছের নিচে কাঠামো ভেসে গেছে, রাস্তা ভেঙে পড়েছে এবং বিদ্যুৎ ও রেলওয়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানে সভাপতিত্ব করার সময় উত্তরের রাজ্যটির মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।’
দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রবীণ ভরদ্বাজ জানিয়েছেন, মঙ্গলবার রাজ্যের রাজধানী সিমলায় ভূমিধসের পরে ভেঙে পড়া একটি মন্দিরের স্থান থেকে আরও তিনটি মৃতদেহ বের করা হয়েছে। প্রবল বৃষ্টিতে এখানে ১৪ জনের মৃত্যু হয়েছিল।
তিনি জানান, দুর্যোগের কারণে রাজ্যে কমপক্ষে ৫৫ জন মারা গেছে। প্রতিবেশী উত্তরাখণ্ড রাজ্যেও বৃষ্টিজনিত ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।