ভারতে পালাতে গিয়ে স্ত্রীসহ চট্টগ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

চাটগাঁ নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় স্ত্রীসহ আটক হয়েছেন নান্টু কুমার কর নামে চট্টগ্রামের এক স্বেচ্ছাসেবক লীগের নেতা।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে দায়িত্বরত বিজিবি-৬০ ব্যাটালিয়ন স্থলবন্দর এলাকা থেকে তাদের আটক করে। নান্টু চট্টগ্রাম বন্দর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা।

বিজিবির ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাবের বিন জব্বারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বন্দরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি পটিয়া উপজেলার দৌলতপুর গ্রামের নান্টু কর। স্ত্রী শান্তা রানী নাথকে নিয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় তাদের আটক করা হয়।

নান্টু করকে আখাউড়া থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে। তবে তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ না থাকায় গ্রেপ্তার দেখানো বা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top