সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ও উদ্বুদ্ধকরণ বিষয়ক এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে ইউনিয়নের মির্জানগর গ্রামের জেলে পাড়ায় মির্জানগর পার্থসারথি গীতা সংঘের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলে পাড়ার শতশত জেলে সম্প্রদায় মানুষ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি বিজয় চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম।
তিনি বলেন, অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে সকলের এই পেনশনের আওতায় আসা উচিৎ। সকলের সহযোগীতার মাধ্যমে এই উপজেলার জন সাধারণকে উদ্বুদ্ধ করণের মাধ্যমে পেনশন স্কিমে অর্ন্তভুক্ত হওয়ার আহব্বান জানাচ্ছি। ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশী নাগরিক, বিশেষ বিবেচনায় ৫০ বছর উর্দ্ধ নাগরিকগণ ও বিদেশে কর্মরত বাংলাদেশী কর্মীরা এই সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভূক্ত হতে পারবে। সর্বজনীন পেনশন স্কীম সমূহের মধ্যে রয়েছে প্রবাস (প্রবাস বাংলাদেশী), প্রগতি (বেসরকারি কর্মচারী/ প্রতিষ্ঠান), সমতা (স¦ল্প আয়ের ব্যক্তি) ও সুরক্ষা (স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মী)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সাংবাদিক কামরুল ইসলাম দুলুসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
চাটগাঁ নিউজ/দুলু/এসআইএস