ভাগাড়ের খাবার বিক্রির দ্বন্দ্বে যুবক খুন

চাটগাঁ নিউজ ডেস্ক: সিটি কর্পোরেশনের ডাম্পিং স্টেশনে ফেলে দেয়া খাবার সংগ্রহ ও বিক্রি নিয়ে দ্বন্দ্বে নগরীতে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে নগরীর বন্দর থানার আনন্দবাজার সিটি করপোরেশন ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জসিম উদ্দিন (২৫) আনন্দবাজার টিসি কলোনির বাসিন্দা জয়নাল আবেদীনের ছেলে। তাদের বাড়ি ভোলা জেলায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, জসিমের বাবা সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের অস্থায়ী কর্মী। তিনিও এলাকায় ময়লা-আবর্জনা সংগ্রহে যুক্ত।

প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, আনন্দবাজার ময়লার ডিপো থেকে ভাত-রুটিসহ ফেলে দেওয়া খাবার কুড়িয়ে ভাসমান লোকজন, ভিখারিদের কাছে বিক্রি করে জসিম। এই ব্যবসা নিয়ে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে জসিমের সঙ্গে তার প্রতিপক্ষের লোকজনের ঝগড়া শুরু হয়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তার গলার একপাশে আঘাত করার ফলে শ্বাসনালি কেটে যায়। চিকিৎসাধীন অবস্থার আজ (বুধবার) সকালে তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top