ব্রাজিলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

চাটগাঁ নিউজ ডেস্ক: ব্রাজিলের ক্রুজেইরো দো সুলের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৬। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (২০ জানুয়ারি) বিকেলে পশ্চিম ব্রাজিলে এ ভূমিকম্প অনুভূত হয়।

আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ত্ববিষয়ক সংস্থা ভোলকেনো ডিসকভারিবলছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৯২ কিলোমিটারে (৩৬৮ মাইল)। তবে বিকেল ৪টা ৩১ মিনিটে আঘাত হানা এ ভূমিকম্প ভূপৃষ্ঠের নিচে আপেক্ষিক গভীরতার কারণে শক্তি হারিয়েছে।

এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার দূরে অবস্থিত তারাউয়াকা, ১৩২ কিলোমিটার দুরের এনভিরা ও ১৪৫ দুরের শহর ক্রুজেইরো দো সুলেও কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top