ব্রাজিলে প্রবল বৃষ্টি, ধস, বন্যায় নিহত ২১

সিপ্লাস ডেস্ক: ব্রাজিলে প্রবল বৃষ্টির পর ধস ও বন্যায় এখন পর্যন্ত ২১ জন মারা গেছেন। প্রায় ছয় হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। খবর ডয়েচে ভেলের

সরকারি মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ ব্রাজিল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। অন্তত ২১ জন মারা গেছেন। রিও গ্র্যান্ডে ডো সুলেতে ২৪ ঘণ্টারও কম সময়ে ১২ ইঞ্চির বেশি বৃষ্টি পড়েছে।

তিনি জানান, পানি কিছুটা কমার পর সেখানে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে বন্যা ও ধসে ২১ জন মারা গেছেন। কয়েকশ মানুষের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না।

লুয়ানা দা লুজ শহরের এক বাসন্দা বলেছেন, ‘সকাল থেকে বন্যার জল বাড়িতে ঢুকে পড়েছে। আমরা উঁচু জায়গায় জিনিসপত্র রাখতে শুরু করি। তাতেও কোনো লাভ হয়নি।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা জানান, তিনি ও তার সরকার সাধারণ মানুষের পাশে আছে। সরকার তাদের সবরকম সাহায্য করবে।

Scroll to Top