আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের এক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৯০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার সিংহরা এলাকার ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী গ্রামীণ ব্যাংকের ওই কর্মকর্তা ফারুক ইসলাম (২৮) আনোয়ারা থানায় একটি অভিযোগ করেছেন।
ফারুক উপজেলার চাতরী ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপনা পদে কর্মরত আছেন।
ফারুক ইসলাম বলেন, আমি গ্রাহক থেকে কিস্তি আদায় করে অফিসে যাওয়ার পথে একজন মোটরসাইকেল আরোহী এসে আমার পথরোধ করে, সঙ্গে সঙ্গে তারা দুইজন আগে থেকে রাস্তায় দাঁড়ানো থাকা যুবক এসে আমার সাথে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায়ে আমাকে ছুরি মেরে আমার কাঁধ থেকে ব্যাগের ফিতা কেটে ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল করে চলে যায়।
গ্রামীণ ব্যাংকের আনোয়ারা উপজেলার এরিয়া ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, সিংহরা এলাকায় ফারুকের কাছে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়ের দুই লক্ষাধিক টাকা ছিল। ছিনতাইকারীরা সব টাকা নিয়ে গেছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধারে বিভিন্ন স্থানে পুলিশের অভিযান চলছে। এই ঘটনার একটি ছিনতাই মামলা প্রক্রিয়াধীন আছে।
চাটগাঁ নিউজ/এসএ