পড়া হয়েছে: ৩৬
বোয়ালখালী প্রতিনিধি: জেলার বোয়ালখালীতে নবজাতক শিশু উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী।
গতকাল ১০ মে (শুক্রবার) রাত ১১ টার দিকে উপজেলার গোমদন্ডী স্টেশনের পরে জামালের ভাতঘর সংলগ্ন রেললাইনের পাশে থেকে নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কে বা করা রাতের আঁধারে মেয়ে শিশুটিকে কেউ রেললাইনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মেয়ে শিশুটি কয়েকদিন আগে জন্মগ্রহণ করেছে। শিশুটিকে পটিয়া উপজেলার এক পরিবারের কাছে বিক্রি করে দেয়া হয়েছে।
বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দীন বলেন, রেল লাইনের পাশ থেকে নবজাতক উদ্ধারের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাটগাঁ নিউজ/এসআইএস