পড়া হয়েছে: ৩৮
বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে মো: জুনু মিয়া (৭৫) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১১ মে) সকাল ১২ টার দিকে নিজ ঘরের সিঁড়ি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বৃদ্ধের নাম মো. জুনু মিয়া। তিনি উপজেলার পূর্ব কধুরখীল ঠান্ডা মিয়া বাড়ির মৃত রহিম বক্সের ছেলে।
স্থানীয় চেয়ারম্যান শফিউল আজম শেফু বলেন,সকালে স্বজনরা তার ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বৃদ্ধের ৩ ছেলে প্রবাসী রয়েছে তারা দেশে আসতেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলতে পারব কিভাবে হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/ইয়াছিন/ এসআইএস