বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড় থেকে নেমে হাতির দলের আক্রমণে মো. সাইফুদ্দিন( ৩৬) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। এসময় তান্ডব চালিয়ে ফসলের ব্যাপক ক্ষতি করেছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ৮টায় উপজেলার করলডেঙ্গা পাহাড়ের মইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবককে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মো. শহীদুল আলম।
আহত সাইফুদ্দিন আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ করলডেঙ্গা বখতিয়ার পাড়ার আবদুর রাজ্জাকের ছেলে। তার এক ছেলে রয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হামিদুল হক মান্নান জানান, সাইফু্দ্দিন পেশায় একজন দিনমজুর। শনিবার সকালে প্রতিদিনের ন্যায় পাহাড়ে কাজে গিয়েছিল সে। সেখানেই বন্য হাতির সামনে পড়লে হামলার শিকার হয় সাইফুদ্দিন। এছাড়া বন্য হাতির পাল ক্ষেত ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে।