বোয়ালখালীতে বজ্রপাতে আহত ব্যক্তির মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক : জেলার বোয়ালখালীতে বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন উত্তম চৌধুরী (৫৫) নামের এক কৃষক।

গতকাল বুধবার (৮ মে) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
তিনি আমুচিয়া ইউনিয়নের পূর্ব ধোরলা গ্রামের মৃত লাল মোহন চৌধুরীর ছেলে।

পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উত্তম চৌধুরীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমদ বলেন, ওই ব্যক্তির শরীরের ২০ শতাংশ পুড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় শ্বাসনালী।

এর আগে সোমবার (৬ মে) বিকেল ৩টার দিকে জমিতে ধান কাটার সময় উত্তম চৌধুরী বজ্রপাতে ঝলসে যান। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠান।

চাটগাঁ নিউজ/এসআইএস

 

Scroll to Top