পড়া হয়েছে: ৫৫
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়েছে একটি মোটরসাইকেল। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আজাদ ছিটকে পড়ে পায়ে আঘাত পেয়েছেন।
বুধবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের আশার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে একটি বালুবাহী ট্রাক এসে মোটরসাইকেলটিকে পিষে দেয়। এ সময় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. আজাদ ছিটকে পড়ে পায়ে আঘাত পেয়েছেন।
স্থানীয় বাসিন্দা ইউনুস আজম খোকন বলেন, মোটরসাইকেলটি জৈষ্ঠ্যপুরা গ্রামের মো.বদিউল আলমের। বুধবার বিকেলে উপজেলায় যাওয়ার জন্য তার ভাই মো. আজাদ গাড়িটি নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে আজাদ বেঁচে গেছেন। ট্রাকটি চন্দনাইশ থেকে বালু নিতে এসেছিল।
চাটগাঁ নিউজ/এমআর