পড়া হয়েছে: ৩৫
চাটগাঁ নিউজ ডেস্ক : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে ছুরি নিয়ে প্রবেশ করায় চট্টগ্রামের বোয়ালখালীতে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (২৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার চরণদ্বীপ রজভিয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে রেজাউল (৩৫) নামের ওই যুবককে আটক করা হয়। তিনি কধুরখীল ইউনিয়নের নুরুল আলমের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, এক যুবক কেন্দ্রের ভিতর ছুরিসহ প্রবেশ করেনে। ছুরিসহ তাকে হাতেনাতে আটক করা হয়েছে। ওই কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ঝামেলা হয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
চাটগাঁ নিউজ/এসআইএস