পড়া হয়েছে: ১৯
বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিফাত (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার পোপাদিয়া ৬ নম্বর ওয়ার্ডের গাবতল মোড় থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
রিফাত পোপাদিয়া সৈয়দপুর গ্রামের ফটিক চাঁদের বাড়ির এখলাজুর রহমানের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, জব্দকৃত ১৫১ পিচ ইয়াবা ট্যাবলেটের ওজন ১৫ দশমিক ১ গ্রাম। এ বিষয়ে রিফাতসহ দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত রিফাতকে রোববার (২৯ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইউডি