পড়া হয়েছে: ২৮
বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালীতে পশ্চিম গোমদন্ডী এলাকায় আগুনে পুড়ে গেছে তিন বসতঘর।
রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বোয়ালখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদন্ডী গোলদার পাড়ার আলাউদ্দীন সরকারের বাড়ীতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন,আবদুল মান্নান, আবদুর রাজ্জাক ও আবদুল মাবুদ।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো.সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে ৫ কক্ষ বিশিষ্ট একটি বসতবাড়ী পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় পৌর কাউন্সিলর শাহানাজ পারভিন নিলু বলেন,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি, মেয়রের সাথে আলাপ করে প্রয়োজনীয় সহযোগীতা করা হবে।