বোয়ালখালী প্রশাসনের উদ্যোগে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন

বোয়ালখালী প্রতিনিধি: বোয়ালখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন  উপলক্ষে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

মঙ্গলবার (৮আগষ্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুম(স্বাধীনতা) এ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন – চট্টগ্রাম-৮আসনের সাংসদ নোমান আল মাহমুদ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা  সোনিয়া সফীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আলাউদ্দিন,  বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী,  পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতীক সেন, কৃষি অফিসার মোহাম্মদ আতিক উল্লাহ।

মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, ওসি আছহাব উদ্দিন, যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মামুন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, পিআইও সুজন কান্তি দাশ, সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী,  মুক্তিযোদ্ধা বনগোপাল দাশ, মুক্তিযোদ্ধা শরৎ বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া , পোপাদিয়া ইউপি চেয়ারম্যান এস এম জসিম, খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মো:মোকারম, কধূরখীল ইউপি চেয়ারম্যান শফিউল আজম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রুবেল,  ইসলামিক ফাউণ্ডেশন এর বোয়ালখালী উপজেলা ইনচার্জ মুহাম্মদ রিদুয়ানুল হক, প্রশিক্ষণ প্রাপ্ত ও সেলাই মেশিন গ্রহণকারী জ্যোস্মা আক্তার প্রমুখ।

সভাশেষে প্রশিক্ষণ প্রাপ্ত ৪ নারীর হাতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিক নারীর হাতে আত্মসাবলম্বী হওয়ার তরে চেক তুলে দেয়া হয়।

Scroll to Top