পড়া হয়েছে: ৩৬
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার বৈদ্যুতিক খুঁটিতে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম সূত্র জানায়, আগুনে প্রায় দশ হাজার টাকার কেবল পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে বৈদ্যুতিক খুঁটিতে থাকা প্রায় ১০ লাখ টাকার তার।
চাটগাঁ নিউজ/এসএ