আমিরাত প্রতিনিধি: আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে চলছে আইএলটি-টোয়েন্টি ক্রিকেট টূর্নামেন্ট। সাথে আছে ফ্যামেলী কার্নিভালও। বৃহস্পতিবার (৬/২) সন্ধ্যা ছয়টায় হবে সেমিফাইনাল তথা আবুধাবির শেষ খেলা দুবাইতে হবে ফাইনাল। এ টূর্ণামেন্ট ঘিরে প্রবাসীদের উচ্ছাসে কমতি ছিল না।
আবুধাবীর শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ১২ জানু’২৫ থেকে শুরু হয়েছে আইএলটি-টোয়েন্টি ক্রিকেট টূর্ণামেন্ট যা শেষ হচ্ছে ৬ ফেব্রুয়ারী। য়েখানে খেলছে বিশ্বের নামী-দামী তারকা ক্রিকেটাররা। ক্রিকেট ম্যাচ উপভোগ করার মত থাকছে ফ্রি টিকেট, ফ্রি টি শার্ট, ফ্রি বাস ও আপ্যায়ন। ফ্রি বাস থাকছে মোছাফ্ফা ছানাইয়ার বিভিন্ন সেক্টর থেকে।
প্রতিবাবরের ন্যায় এবারো প্রচুর বাংলাদেশী প্রবাসী আবুধাবীর বিভিন্ন জায়গা হতে খেলা দেখতে এসেছেন। এবং শনিবার/ রবিবার ছিল ফ্যামেলী কার্ণিভাল ডে, এখানেও এসেছেন প্রচুর দেশীয় প্রবাসী ফ্যামেলী। আগামী বৃহস্পতিবারেো থাকছে ফ্যামেলী কার্ণিভ্যাল। তারা সবাই এ আয়োজনে খুশী এবং পরবর্তী খেলা/কার্নিভালে দেখার/যোগ দেবার আগ্রহ জানান।
টূর্নামেন্ট আয়োজনকারীর দর্শক সমাগম কমিটির পক্ষ থেকে সকল সুযোগ সুবিধা কথা উল্লেখ করে আবুধাবিতে বৃহস্পতিবার (৬/২) টূর্নামেন্টেরনম শেষ খেলা দেখার এবং ক্যার্ণিভালের যোগ দেবার আহবান জানান তারা।
চাটগাঁ নিউজ/মান্নান/এমকেএন