নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বায়ুর বিদায় মুহূর্তেও প্রভাব কমেনি। সপ্তাহ জুড়ে চট্টগ্রামসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আরো সপ্তাহখানেক চলার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অনাকাঙ্খিত এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত। আবার শীতকালীন সবজি আগমনের প্রাক্কালে বাজারে চলছে সবজির সংকট। ফলে সবজি বাজার চড়া। দিন দিন বেড়েই চলছে সবজির দাম। বরবটি, করলা, টমেটো, শিম, পটল, গাজর, চিচিঙ্গা, শসা ছাড়া তেমন কোন সবজিই আসছে না।
নগরীর কাপ্তাই রাস্তার মাথা কাজীর হাট, বহদ্দারহাট, চকবাজার, কাজীর দেউড়ি, দুই নম্বর গেইট বাজার, কর্ণফুলী মার্কেটসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে তাজা সবজির তুলনায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সবজির পসরা চোখে পড়ার মত। আবার দামেও কম নেই। পাতা ছড়ানো বাসি বাঁধাকপির কেজিও ৭০ টাকা। সপ্তাহখানেক আগে বাজারে আসা কাকরলও ১২০ টাকার নিচে নেই। বেগুনের কেজি ১০০ টাকা থেকে ১২০ টাকা। পোকায় কাটা বেগুনের কেজিও ৬০ টাকা। শসার কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা। মিষ্টি কুমড়া ৫০ টাকা, পেঁপে ৪০ টাকা। যে পটল ১৫ দিন আগে ৪০ টাকায় বিক্রি হয়েছিল বর্তমান বাজারে সেই পটলের দাম হাঁকানো হচ্ছে ৭০ টাকা। ৬০ টাকা মূল্যের তিত করলার কেজি এখন ১০০ টাকা। ঢেঁড়স ও চিচিঙ্গার কেজি ৭০ টাকা, মূলা ৬০ টাকা, লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
কাপ্তাই রাস্তার মাথা কাজীর হাট বাজারের সবজি বিক্রেতা গোলাম আলী বলেন, বিলম্বিত বৃষ্টির কারণে ক্ষেতে যা সবজি ছিল তাও বলতে গেলে নষ্ট হয়ে গেছে। শীতের সবজি আসতে আরো মাস খানেক লাগবে। এ অবস্থায় সবজির আকাল চলছে। তাই দাম একটু বেশি। আমরা পাইকার থেকে কিনে আনি। সীমিত লাভে বিক্রি করছি।
এদিকে, নগরীর বাজারে কলার মোচা, কাঁচ কলা, পুতি বেগুন, বাঁশের কোড়ল, পাহাড়ি শিমসহ ভিন্ন প্রকারের কিছু সবজি বিক্রি হতে দেখা গেছে। প্রতিটি কলার মোচা ৫০ টাকা, কাঁচ কলা সাইজ ভেদে ২৫ টাকা থেকে ৩০ টাকা, পুতি বেগুন ১০০ টাকা, পাহাড়ি শিম ১৬০ টাকা, বাঁশের কোড়ল কেজি ৬০ টাকায় বিক্রি করা হচ্ছে।
চাটগা নিউজ/উজ্জ্বল/এসএ