চাটগাাঁ নিউজ ডেস্ক: দ্বাদশ সংসদ নির্বাচনে বুধবার পর্যন্ত চট্টগ্রাম ১৬ আসন থেকে এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫৮ জন প্রার্থী। চট্টগ্রাম জেলার দুই রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা।
চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জমান বলেন, ১৬টি আসনের জন্য ১৫৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে আওয়ামী লীগের পক্ষে ২৬, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ৩১, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ৯, বাংলাদেশ তরিকত ফেডারেশন ১, বিএসএম ১, জাসদ ২ ,জাতীয় পার্টি ১১, কল্যাণ পার্টি ৩, ন্যাপ ৩, খেলাফত আন্দোলন ২, মুক্তিজোট ১, বিএনএফ ৩, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ১ , তৃণমূল বিএনপি ৮, এনপিপি ৯, স্বতন্ত্র ৩৩, বাংলাদেশ মুসলিমলীগ ১, বিএনএফ ১, বাংলাদেশ কংগ্রেস ৩, গণফোরাম ১,ইসলামিক ঐক্যজোট ২, দলের নাম পাওয়া যায় নি ৬।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নগর ও নগরের সঙ্গে সম্পৃক্ত ছয় আসন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-৫ (হাটহাজারী), চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও), চট্টগ্রাম-৯ (কোতোয়ালি), চট্টগ্রাম-১০ (ডবলমুরিং, পাহাড়তলী, হালিশহর), চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা) এর রিটার্নিং কর্মকর্তা হলেন বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। এই ছয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে।
মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যারা:
চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে মাহবুব উর রহমান (আওয়ামী লীগ), মো. আবদুল মন্নান (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মো. নুরুল করিম আফছার (বাংলাদেশ সুপ্রিম পার্টি), দিলীপ বড়ুয়া (বাংলাদেশ সাম্যবাদী দল), মোহাম্মদ গিয়াস উদ্দীন, মো. শামছুল আলম চৌধুরী ও মোহাম্মদ মোস্তফা,শেখ জুলফিকার বুলবুল চৌধুরী,মো: ইউসুফ,মো: এমদাদ হোসেন চৌধুরী,মো: আবুল হোসেন।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মোহাম্মদ গোলাম নওশের আলী (স্বতন্ত্র), সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী (বাংলাদেশ তরিকত ফেডারেশন), শাহজাহান (আওয়ামী লীগ), শিমুল ধর (স্বতন্ত্র), বেলাল মোহাম্মদ নূরী (স্বতন্ত্র), রিয়াজ উদ্দিন চৌধুরী (স্বতন্ত্র), মীর মোহাম্মদ ফেরদৌস আলম (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ), খাদিজাতুল আনোয়ার (আওয়ামী লীগ), সৈয়দ সাইফুদ্দীন আহমদ (বাংলাদেশ সুপ্রিম পার্টি), হোসাইন মো: আবু তৈয়ব, মজাহারুল হক শাহ চৌধুরী,মো: শফিউল আজম চৌধুরী,মো: হামদি উল্লাহ,এম এ মতিন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে নুরুল আক্তার (জাসদ), মুহাম্মদ নুরুল আনোয়ার (বাংলাদেশ সুপ্রিম পার্টি),এম এ সালাম,মুহাম্মদ উল্লাহ খান, মো: জামাল উদ্দীন চৌধুরী ,মাহফুজুর রহমান,মো: মোকতাব আজম খান।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মো. সালা উদ্দিন (স্বতন্ত্র), মোহাম্মদ ইমরান (আওয়ামী লীগ), নিছার উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), মো. দিদারুল কবির (জাতীয় পার্টি), মোহাম্মদ মোজাম্মেল হোসেন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট),এস এম আল মামুন,মো: আকতার হোসেন,খোকন চৌধুরী,মো: শহীদুল ইসলাম চৌধুরী,মাসুদুল আলম।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মো. নাজিম উদ্দিন (প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম), কাজী মহসীন চৌধুরী (বাংলাদেশ সুপ্রিম পার্টি) মোহাম্মদ নাছির হায়দার করিম (আওয়ামী লীগ), সৈয়দ মোকতার আহমেদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (কল্যাণ পার্টি), আনিসুল ইসলাম মাহমুদ (জাতীয় পার্টি), ছৈয়দ হোফেজ আহমদ (ইসলামী ফ্রন্ট বাংলাদেশ), মোহাম্মদ আবদুস সালাম (আওয়ামী লীগ),আবু মোহাম্মদ শামশুদ্দীন,মুহাম্মদ শাহজাহান চৌধুরী,
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এ বি এম ফজলে করিম চৌধুরী (আওয়ামী লীগ), মো. সেকান্দর (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ),মো: ইলিয়াছ নুরী, শফিউল আজম,মো; ইয়াহিয়া জিয়া চৌধুরী,, মো: শফিকুল আলম চৌধুরী।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে হাছান মাহমুদ (আওয়ামী লীগ), মো. মোরশেদ আলম (বাংলাদেশ সুপ্রিম পার্টি), আহমেদ রেজা (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ),খোরশেদ আলম,মুছা আহমেদ রানা,মো: ইকবাল হাসান মাহমুদ।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে এস এম আবুল কালাম আজাদ (বিএনএফ), কাজি শারমিন সুমি (আওয়ামী লীগ), মোহাম্মদ জাহিদুল হক (স্বতন্ত্র), নোমান আল মাহমুদ (আওয়ামী লীগ), সন্তোষ শর্মা (তৃণমূল বিএনপি), আবদুচ ছালাম (স্বতন্ত্র), বিজয় কুমার চৌধুরী (স্বতন্ত্র),মো: ইলিয়াছ,সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন, মো: কামাল পাশা,মো: আরশেদুল আলম, মো: সোলায়মান আলম শেঠ, আবদুল নবী,মো: আবদুল কাদের, মহিবুল রহমান বুলবুল।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মহিবুল হাসান চৌধুরী (আওয়ামী লীগ), মো; ওয়াহেদ মুরাদ,মিটল দাশ গুপ্ত,আবু আজম।
চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর) আসনে মো. ফেরদাউস বশির (তৃণমূল বিএনপি), মো. ওসমান গনি (স্বতন্ত্র), বিলকিস সুলতানা (স্বতন্ত্র), মোহাম্মদ জাহিদুল হক (স্বতন্ত্র), মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আবদুস ছবুর লিটন (স্বতন্ত্র), আবুল বাশার মোহাম্মদ জয়নুল আবেদীন (ইসলামি ফ্রন্ট বাংলাদেশ), মহিউদ্দিন বাচ্চু (আওয়ামী লীগ),ফরিদ মাহমুদ ,মিজানুর রহমান,মো: মনজুর আলম।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মো. জসিম উদ্দিন (জাসদ), মুহাম্মদ আলমগীর ইসলাম বঈদী (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), আবুল বসার মোহাম্মদ জয়নাল আবেদীন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), এম আবদুল লতিফ (আওয়ামী লীগ), মো. মহি উদ্দিন (বাংলাদেশ সুপ্রিম পার্টি), মো. রাশেদুল আমিন (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), জিয়াউল হক সুমন (স্বতন্ত্র), দীপক কুমার পালিত (তৃণমূল বিএনপি), রেখা আলম চৌধুরী (স্বতন্ত্র), নারায়ণ রক্ষিত (এনপিপি),ওমর হাজ্জাজ,উজ্জল ভৌমিক,আকবর হোসেন,মো: আব্দুল্লাহ।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মোতাহেরুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ), মোহাম্মদ হাবিবুল হক চৌধুরী (আওয়ামী লীগ), মো. গোলাম কিবরিয়া চৌধুরী (স্বতন্ত্র), এম এয়াকুব আলী (বিএসএম),সামশুল হক চৌধুরী, ,মো: বদিউল আলম,আশীষ কুমার শীল,মো: নুরুচ্ছফা সরকার,মো: ইলিয়াছ মিয়া,এম এ মতিন, কাজি মুহাম্মদ জসিম উদ্দিন, উত্তম কুমার চৌধুরী।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সাইফুজ্জামান চৌধুরী (আওয়ামী লীগ), মকবুল আহমেদ চৌধুরী (তৃণমূল বিএনপি), সৈয়দ মুহাম্মদ হামেদ হোসাইন (ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ),মো: আরিফ,আবদুর রব চৌধুরী,মৌলভী রশিদুল হক ( বিএসসি),মো নুর উদ্দিন,আবুল হোসেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে মফিজুর রহমান (আওয়ামী লীগ), সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট), মো. নজরুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ),মো: গোলাম ইসহাক খান,মো: আয়ুব,আবু জাফর মোহাম্মদ ওয়ালী উল্লাহ ।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন (আওয়ামী লীগ), আবদুল মোতালেব (স্বতন্ত্র), আ ম ম মিনহাজুর রহমান (স্বতন্ত্র),মো: ছালেম, ফজলুল হক,গোলাম কিবরিয়া, মো: সোলাইমান কাশেমী,,মো: হারুন,মো: জসিম উদ্দিন।
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মো. খালেকুজ্জামান (স্বতন্ত্র), মোহাম্মদ আজিজুর রহমান (স্বতন্ত্র), মোস্তাফিজুর রহমান (আওয়ামী লীগ), মুজিবুর রহমান (আওয়ামী লীগ), আব্দুল্লাহ কবির (স্বতন্ত্র), মোহাম্মদ এমরানুল হক (স্বতন্ত্র), মুহাম্মদ মামুন আবছার (এসপিপি) ,আবদুল মালেক, মো:মহিউল আলম চৌধুরী,মাহমুদুল ইসলাম চৌধুরী,কামাল মোস্তফা চৌধুরী,আশীষ কুমার শীল,মো: শওকত হোসাইন চাটগামী,এম জিল্লুর করিম শরীফ।
আগামী ৩০ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।