বিশেষ ‘ডুডল’ দিয়ে গুগলের নতুন বছর বরণ

চাটগাঁ নিউজ ডেস্কঃ জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলও বরণ করে নিয়েছে নতুন বছরকে। পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন ‘ডুডল’ দিয়ে নতুন বছরকেও রাঙ্গিয়ে তুলেছে প্রতিষ্ঠানটি।

কোনো তথ্য জানতে সার্চ ইঞ্জিন গুগলে এলেই দেখা যাচ্ছে বিশেষ এ ডুডল। ইংরেজি নববর্ষ উদ্‌যাপনের জন্য সর্বমোট দুটি ডুডল তৈরি করেছে তারা। রোববার ছিল পুরানো বছর ২০২৩-কে বিদায় জানানোর ডুডল। আর আজ দেখা যাচ্ছে, নতুন বছর ২০২৪ সালকে বরণ করে নেয়ার বিশেষ ডুডল।

গুগলের হোমপেজ খুললেই বিশেষ ডুডলে দেখা যাচ্ছে ২০২৪ সালকে নানা ডিসকো বলে সাজানো হয়েছে। নানা রং। আলো, পার্টি, উৎসবের আবহে এই বিশেষ ডুডল আকর্ষিত করেছে নেটিজেনদের।

এই সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের বিশ্বকে হাতের মুঠোয় তথ্যের ভান্ডার এনে দিয়েছে। তথ্য-প্রযুক্তির জগতে নিয়ে এসেছে আমূল পরিবর্তন। বৈচিত্র্যময় ফিচারের মধ্য দিয়ে বহুমাত্রিক এক প্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে গুগল। ই-কমার্স, ডিজিটাল বিজ্ঞাপনের মধ্য দিয়ে গুগল এখন ১ ট্রিলিয়ন ডলারের কোম্পানি।

Scroll to Top