চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে অংশ নিতে নিজ মাটিতে পা রেখেছে চিটাগং কিংস।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টায় বিমানে সিলেট পর্ব শেষ করে চট্টগ্রামে পৌঁছেছে কিংসরা। দলটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকরা তাদের ফুলের মালা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম কিংস।
চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন, আমরা বিজয়ের লক্ষ্য নিয়ে আগাচ্ছি। আশা করি বিপিএল চট্টগ্রাম পর্বে ভালো খেলবে। ঢাকার শুরুটা আমরা ভালো করেছি সিলেটও দুইটি ম্যাচ আমরা জয় করেছি। চট্টগ্রামেও ইনশাল্লাহ ভালো একটি ফল চট্টগ্রামবাসীকে দিবে।
চট্টগ্রামবাসীর উদ্দেশে তিনি বলেন, আমি জানি চট্টগ্রামের মানুষ চিটাগং কিংসের সঙ্গে থাকবেন। আমি এটা করি চট্টগ্রামের মানুষের জন্য, বাকিটা আমি তাদের হাতে ছেড়ে দিচ্ছি। আমার ইজ্জত তাদের হাতে ছেড়ে দিচ্ছি। আমি চট্টগ্রামের মানুষের ইজ্জত রাখবো ইনশাল্লাহ।
জানা গেছে, ১৭ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে, ১৯ জানুয়ারি ফরচুন বরিশাল, ২০ জানুয়ারি দুর্বার রাজশাহী এবং ২২ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে কিংস। এরই মধ্যে ৪ ম্যাচের তিনটিতে জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে দলটি।
চট্টগ্রামের পর বিপিএল ফের ঢাকায় ফিরবে। হোম অব ক্রিকেটে ২৬ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বের শেষ ১০টি ম্যাচ গড়াবে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার, ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৭ ফেব্রুয়ারি ফাইনাল হবে।
একনজরে চট্টগ্রাম পর্বের সূচি:
১৬ জানুয়ারি ফরচুন বরিশাল–ঢাকা ক্যাপিটালস বেলা ১টা ৩০ মিনিট
১৬ জানুয়ারি চিটাগং কিংস–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
১৭ জানুয়ারি দুর্বার রাজশাহী–সিলেট স্ট্রাইকার্স বেলা ২টা
১৭ জানুয়ারি চিটাগং কিংস–রংপুর রাইডার্স সন্ধ্যা ৭টা
১৯ জানুয়ারি চিটাগং কিংস–ফরচুন বরিশাল বেলা ১টা ৩০ মিনিট
১৯ জানুয়ারি দুর্বার রাজশাহী–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
২০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালস–সিলেট স্ট্রাইকার্স বেলা ১টা ৩০ মিনিট
২০ জানুয়ারি চিটাগং কিংস–দুর্বার রাজশাহী সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
২২ জানুয়ারি চিটাগং কিংস–ঢাকা ক্যাপিটালস বেলা ১টা ৩০ মিনিট
২২ জানুয়ারি ফরচুন বরিশাল–খুলনা টাইগার্স সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
২৩ জানুয়ারি দুর্বার রাজশাহী–রংপুর রাইডার্স বেলা ১টা ৩০ মিনিট
২৩ জানুয়ারি খুলনা টাইগার্স–সিলেট স্ট্রাইকার্স সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
চাটগাঁ নিউজ/এসএ