পড়া হয়েছে: ১১
চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর দিয়ে আবারও পেশাদার ক্রিকেটে ফিরবেন তামিম ইকবাল। সোমবার (২৭ নভেম্বর) বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে এই কথা জানিয়েছেন তারকা এই ক্রিকেটার।
বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন তামিম ইকবাল। এরপর জাতীয় ক্রিকেট লিগ এবং নিউজিল্যান্ড সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন তারকা এই ক্রিকেটার। তামিম কি আর পেশাদার ক্রিকেট খেলবেন না, এমন প্রশ্নও উঠতে শুরু করেছিল। অবশেষে সেসব জল্পনা-কল্পনার ইতি ঘটালেন তামিম নিজেই।
বিশ্বকাপের পরপরই বোর্ডের সিনিয়র কর্মককর্তাদের সঙ্গে বসে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করার কথা ছিল তামিম ইকবালের। তবে অনেকদিন পেরিয়ে গেলেও বোর্ডের সঙ্গে আলোচনায় বসেননি তামিম। সোমবার গেলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায়। সেখান থেকে বেরিয়েই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন এই তারকা। জানালেন, বিপিএল দিয়েই আবার মাঠে ফিরবেন তিনি।
সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরবো।’