পড়া হয়েছে: ৬২
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের সৌদি রিয়ালসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। দুলাল জমাদ্দার নামে ওই ব্যক্তি বিদেশি মুদ্রা পাচারের উদ্দেশ্যে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটে উঠেছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটের ইউএস বাংলা বিএস-৩৪৩ ঢাকা-চট্টগ্রাম-দুবাইগামী কানেক্টিং ফ্লাইট থেকে তাকে অবৈধ ভাবে সৌদি রিয়েল রাখার দায়ে আটক করা হয়।
দুলাল জমাদ্দারের কাছ থেকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের। আটককৃতের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চাটগাঁ নিউজ/ইউডি