আনোয়ারা প্রতিনিধি : বঙ্গোপসাগরে অবস্থানরত বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সর্দারসহ চার ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড পূর্ব জোন। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (১৯ জানুয়ারি) সকালে আটক ডাকাত সদস্যদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত আড়াই বঙ্গোপসাগরের সাঙ্গু নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।
আটক ডাকাত সদস্যরা হলেন- মো. লিটন (৩৮), মো. হাসেম (৪৫), মো. মিন্টু (৩৮) ও মো. কায়সার (৩৮)। তারা সকলে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের খোর্দ্দ গহিরা গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. শাকিব মেহবুব।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বঙ্গোপসাগরের বহির্নোঙর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত সমুদ্রে অবস্থান করছে। মধ্যরাতে অভিযান চালিয়ে সাঙ্গু নদীর মোহনা থেকে সন্দেহভাজন একটি কাঠের বোটকে ধাওয়া করে আটক করা হয়। বোটটি তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত ৩টি দেশীয় অস্ত্র এবং ৪০০ পিস ইয়াবাসহ ৪ জন ডাকাতকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাকাত দলের মূল হোতা মো. লিটনের নেতৃত্বে ডাকাত দলটি উপকূলীয় ছিবাতলী ঘাট হতে বোট যোগে ডাকাতির উদ্দেশ্যে বহির্নোঙরে গমন করে। পরে জব্দকৃত আলামতসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, বঙ্গোপসাগর থেকে চার ডাকাতকে আটক করে থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। আটকদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ