পড়া হয়েছে: ১৬
চাটগাঁ নিউজ ডেস্ক : আজ বিকাল ৩টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দেয়ার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। মঙ্গলবার (৬ জুলাই) এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার পতনের একদিন হয়ে গেলেও এখন ফ্যাসিস্ট হাসিনার জাতীয় সংসদ ভেঙে দেয়া হয়নি। আমরা রাষ্ট্রপতিকে বিকাল ৩ টার মধ্যে জাতীয় সংসদ ভেঙে দেয়ার আলটিমেটাম দিচ্ছি। না হয়, মুক্তিকামী জনতা আবার রাজপথে নামতে বাধ্য হবে।
তিনি বলেন, দেশে অরাজকতা, লুটপাট শুরু হয়েছে। এটা অবসানের জন্য দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের শক্তি তৎপর রয়েছে। এই ফ্যাসিবাদী রেজিমের চক্রান্ত নস্যাৎ করার জন্য ছাত্র জনতা সোচ্চার রয়েছে।
চাটগাঁ নিউজ/এআইকে