চাটগাঁ নিউজ ডেস্ক : সেতু ভবনে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুর রহমান শিমুলসহ সাত জনের ৫ দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। একইসাথে ছয় থানার পৃথক মামলায় ২৫ জনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মন্জুর করা হয়েছে।
বুধবার (২৪ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট তাদের রিমান্ড আদেশ দেন।
রিমান্ডের অন্য ৬ আসামিরা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম নিরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি মো. রফিকুল আলম মজনু, ১২ দলের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা, মো. মহিউদ্দিন হ্নদয়, রশীদুজ্জামান মিল্লাত ও মো. তরিকুল ইসলাম তেনজির।
অপরদিকে ধানমন্ডি থানা করা মামলায় জামায়াতের ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহেরসহ ৭ জনের ৫দিনের রিমান্ড মন্জুর করেছে আদালত। অন্য আসামিরা হলেন, বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, শ্যামপুর থানা জামায়াতের ইসলামীর সেক্রেটারি মো. কামরুল হাসান রিপন, মো. মোবারক হোসেন, ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. সালাহ উদ্দিন সাঈদ, মোহাম্মদ আলী, মেহেদী হাসান।
শাহবাগ থানার দুই মামলায় নয় আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মন্জুর করেছে আদালত। এর মধ্যে সাতজনের চারদিন এবং দুইজনের পাঁচ দিন রিমান্ড দেয়া হয়েছে। এছাড়া শেরেবাংলা নগর থানায় করা মামলায় চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মন্জুর করেছেন আদালত।
এদিকে বিটিভি ভবনে হামলাসহ ভাঙ্গচুরের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৯৬ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
চাটগাঁ নিউজ/এআইকে