চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকায় একটি বাস থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী চশমা হনুমানের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। এসময় রাসেল চৌধুরী প্রকাশ সজল (৪৫) নামে বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে কক্সবাজার থেকে নওগাঁগামী একটি বাস থেকে চশমা হনুমানের বাচ্চা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাসেল চৌধুরী প্রকাশ সজল ঢাকা মহাদেবপুর থানার মৃত মোজাফফর চৌধুরীর ছেলে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ জানান, সোমবার রাত পৌনে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় কক্সবাজার থেকে নওগাঁগামী (ঢাকা মেট্রো-ব ১৫-৭০৪২) বাসটি তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সুপারভাইজার রাসেল চৌধুরী প্রকাশ সজলের হেফাজত থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী চশমা হনুমানের দুটি বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সজলের বিরুদ্ধে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে কর্ণফুলী থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ