পড়া হয়েছে: ৩৬
চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ।
শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাকে চুক্তিতে দুই বছরের জন্য এ নিয়োগ দেওয়া হয়েছে।
মাহবুব মোর্শেদ দৈনিক সমকাল, প্রথম আলো, কালের কণ্ঠ, পরিবর্তন ডটকম ও দেশ রূপান্তরে সাংবাদিক হিসেবে কাজ করেছেন।
অন্যদিকে বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এআইকে