পড়া হয়েছে: ৩০৬
চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের বায়েজিদ বোস্তামি থানার কুঞ্জছায়া আবাসিক এলাকায় দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত ৩ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক নেতা বার্মা সাইফুল ও নগর যুবদল নেতা মাহবুব রহমানের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
তবে সংঘর্ষের বিষয়টি অস্বীকার করেছেন বার্মা সাইফুল। তিনি বলেন, আমাদের সঙ্গে কারও কোনো ধরনের ঘটনা ঘটেনি।
তবে কুঞ্জছায়া আবাসিক এলাকায় মারামারির কথা শুনেছি। সেখানে আমাদের কেউ জড়িত নয়।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দু’গ্রুপের মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখান থেকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে। তারা পুলিশের হেফাজতে থানায় রয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ