পড়া হয়েছে: ৭১
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বটতলী এলাকায় রিকশা থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে ফারজানা জান্নাত মুনতাহা (৮) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত ফারজানা জান্নাত মুনতাহা বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া এলাকার আবুল হাসেমের মেয়ে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামী থানার ওসি সনজয় কুমার সনহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
থানা সূত্রে আরও জানায়, বায়েজিদের ট্যানারি বটতল এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি রাসায়নিকবাহী ট্রাক ধাক্কা দেয়। এ সময় অটোরিকশায় থাকা মুনতাহা ছিটকে ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাটগাঁ নিউজ/এসএ