সিপ্লাস ডেস্ক: আহমেদাবাদে চলছে ভারত-পাকিস্তান মহারণ। ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল পাকিস্তানে দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে দলীয় ৭৩ রানে দুই ওপেনারকে হারানোর পর দলের ভার কাঁধে নেন অধিনায়ক বাবর আজম ও উইকেটরক্ষক ব্যাটাসম্যান মোহাম্মদ রিজওয়ান।
বাবর-রিজওয়ান এরই মধ্যে গড়েছে ৫৩ রানের জুটি। দুই জনের ব্যাটে চাপ সামলে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১২৮ রান। বাবর ও রিজওয়ান দুইজনই ৩৬ রানে ব্যাট করছেন।
শনিবার (১৪ অক্টোবর) ক্রিকেটের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে মাঠে গড়ায় ম্যাচটি। এদিন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
আহমেদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন পাকিস্তানের দুই ওপেনার। প্রথম ৮ ওভারে কোনো উইকেট পড়তে দেননি তারা। তবে ইনিংসের অষ্টম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজ ছাড়ার আগে ২৪ বলে ৩ বাউন্ডারিতে ২০ রান করেন আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শফিক।
এরপর বেশিক্ষণ টিকতে পারেননি আরেক ওপেনার ইমাম উল হকও। গত দুই ম্যাচেও রান পাননি ইমাম। তবে আজ শুরুটা দারুণ করেছিলেন। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই হার্দিকের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট ছুঁয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন।
পাকিস্তানের একাদশ
আবদুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী ও হারিস রউফ।
ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীতি বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।