বান্দরবানে সাঙ্গু নদীতে ডুবে এক কিশোরের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান শহরের সাঙ্গু নদীর চরে খেলতে গিয়ে নদীতে ডুবে চিং মং উইন মারমা (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ মার্চ) দুপুরে বান্দরবান শহরের উজানী পাড়া এলাকার সা পলিকুম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিং মং উইন মারমা (১৫) ৪নং ওয়ার্ডের মধ্যম পাড়ার জমজম গলি এলাকার কোকোচিং মারমা ছেলে।

স্থানীয়রা জানান, সাঙ্গু নদীর চরে কয়েক জন কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে ক্রিকেট বলটি নদীতে চলে যায়।পরে তাদের মধ্যে এক কিশোর বলটি নদীর মাঝ খান থেকে সাঁতার কেটে আনতে গেলে হটাৎ নদীতে তলিয়ে যায়। পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের লোকজনের প্রচেষ্টার পর নদীতে তার লাশ ভেসে উঠে। পরে ঘটনাস্থল হতে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

সদর হাসপাতালে আবাসিক ডা. এসএম আসাদুল্লাহ বলেন, আজ বেলা সাড়ে তিনটার দিকে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়, কিশোরটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

চাটগাঁ নিউজ/এমআর

Scroll to Top