সীতাকুণ্ড প্রতিনিধি: নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে. এম. রফিকুল ইসলাম।এসময় বাড়বকুণ্ড কাচাঁবাজারে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫, ৫১ ধারা মতে মেসার্স জাকির স্টোর ৫ হাজার, মেসার্স শহিদুল্লাহ স্টোরকে ৫ হাজার,কাসেম ডিপার্টমেন্টাল স্টোরকে ৩ হাজার, মোঃ রেজাউল করিমকে ২ হাজার, জয়নাল আবেদীনকে পাঁচশত, মোঃ নুর সোলেমানকে পাঁচশত, দিদারুল আলমকে পাঁচশত, মোঃ হাছানকে পাঁচশত, হাজী আব্দুর রবকে ৫ হাজার এবং মেসার্স মোহাম্মদিয়া স্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায়কালে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর, নিরাপদ খাদ্য পরিদর্শক ও সীতাকুণ্ড মডেল থানার আইনশৃঙ্খলা বাহিনী।
চাটগাঁ নিউজ/কামরুল/জেএইচ