সিপ্লাস ডেস্ক: বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করলেও ক্রেতা পর্যায়ে নাগালে আসছে না দাম। (শুক্রবার) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি সিম ২০০ টাকা, টমেটো ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ৮০ টাকা, মুলা ৭০ টাকা, পটল ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, কাঁচামরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা জানান, শীতের সবজি বাজারে এলেও চাহিদা অনেক বেশি। দাম বেশি, তারপরও মানুষ এতো পরিমাণ নিচ্ছে যা দেখে আমরাও অবাক। তার মানে চাহিদা অনুপাতে সবজির পরিমাণ কম। যে কারণে বাধ্য হয়েই একটু বেশি দামে বিক্রি করতে হয়।
দাম বেশি হওয়ার আরেকটি কারণ হলো, বাজারে সার কীটনাশকের দাম অনেক বেশি। তাছাড়া মজুরির দামও বেড়েছে। সবমিলিয়ে কৃষক পর্যায়েই এখন দামটা কিছুটা বেশি। সেটা যখন বিভিন্ন হাত ঘুরে আমাদের কাছে আসে, স্বাভাবিকভাবেই দামটা বেশি হওয়ার কথা।
এ অবস্থায় চরম অস্বস্তিতে পড়েছেন বাজার করতে আসা মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো। তারা বলছেন, সবজির দাম এভাবে বাড়তে থাকলে আমাদের মতো মানুষের পক্ষে খাওয়া দাওয়া করা কঠিন হয়ে পড়বে।
সরকারের কাছে তারা দাবি জানান, দ্রুত সবজির দাম নিয়ন্ত্রণে আনা হোক।