পড়া হয়েছে: ৩১
কাপ্তাই প্রতিনিধি : কাপ্তাই থানা পুলিশের অভিযানে চট্টগ্রাম নগর থেকে পলাতক আসামি আকাশ করকে (২৬) গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে ১০টায় পলাতক আসামি আকাশ করকে নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম বলেন, নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে পলাতক আসামি আকাশ করকে গ্রেফতার করা হয়েছে। পৃথক আরও একটি অভিযানে বৃহস্পতিবার রাতে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের রেশম বাগান তনচংগ্যা পাড়া এলাকা থেকে সজীব তনচংগ্যাকে (৩১) মদ খেয়ে মা-বাবাকে মারধরসহ এলাকার শান্তিশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর কারণে গ্রেফতার করা হয়।
আসামিদের আজ শুক্রবার সকালে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।
চাটগাঁ নিউজ/ঝুলন/এসএ