বাংলাদেশের মত সিরিয়াতেও গঠিত হচ্ছে অন্তর্বর্তী সরকার

চাটগাঁ নিউজ ডেস্ক: বাংলাদেশের মত সিরিয়াতেও সংগঠিত হয়েছে গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশটিতে বাশার-আল-আসাদের পতনের পর বিদ্রোহীদের নিয়ে গঠিত হচ্ছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মেদ আল-বশির। তিনি সরকার বিরোধী আন্দোলন পরিচালনায় গঠিত বিদ্রোহীদের জাতীয় বিপ্লবী সরকারের ইদলিব অঞ্চলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তবে আসাদ সরকারের পতন হলেও শান্তি ফেরেনি দেশটিতে। এর পেছনে মূল কারণ দেশটির বিভিন্ন স্থানে ইসরাইলের হামলা।

ইসরাইলি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জানান, সিরিয়ায় ইসরাইলের বিমানবাহিনীর ইতিহাসে অন্যতম বড় অভিযান চালানো হচ্ছে।

সিরীয় সেনাবাহিনীর ডজন খানেক যুদ্ধবিমান, মিসাইল কারখানাসহ শত শত সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। সামরিক স্থাপনা ছাড়াও বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণাগারেও হামলা চালিয়েছে তেল আবিব।

চাটগাঁ নিউজ/ইউডি 

Scroll to Top