পড়া হয়েছে: ২৪
সৌদি আরব প্রতিনিধি: জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ এর আয়োজনে এবিভি রক কোম্পানির বাংলাদেশী কর্মীদের মধ্যে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টায় দূতাবাসের মিলনায়তনে টুর্নামেন্টের উদ্বোধন করেন দূতাবাসের মিশন উপপ্রধান জনাব আবুল হাসান মৃধা।
টুর্নামেন্টে পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে ৪টি দল অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে কাউন্সেলর (শ্রম) মুহাম্মাদ রেজায়ে রাব্বী, প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ আলমগীর হোসাইন, প্রথম সচিব (শ্রম) মো: মহসিন আল-ফারুক, দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে বাংলাদেশ দূতাবাস, রিয়াদ এর মিশন উপপ্রধান জনাব আবুল হাসান মৃধা টুর্নামেন্টে অংশগ্রহণকারী দল সমূহের মাঝে জার্সি ও অন্যান্য ক্রীড়া সামগ্রী তুলে দেন ।