সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দলটি প্রতীক হিসেবে পেয়েছে মোটর গাড়ি। এ নিয়ে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা দাঁড়াল ৪২টি।
বিষয়টি নিশ্চিত করেছেন ইসির যুগ্ম সচিব মো. আবদুল বাতেন। তিনি বলেন, ইসি সচিব মো. জাহাংগীর আলমের সই করা রোববারের (১৮ জুন) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী দলটি নিবন্ধন পেয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ভেঙে দলটির একাংশের নেতারা বাংলাদেশ জাসদ গঠন করেন। দলটির সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
নেতৃত্বের দ্বন্দ্বে ২০১৬ সালে দুই ভাগ হয় জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ। হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশটিকে স্বীকৃতি দিয়ে মশাল প্রতীক বরাদ্দ দেয় ইসি।
আদালতে গিয়েও পক্ষে রায় না পাওয়ার পর একাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) নামে নিবন্ধনের আবেদন করে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান নেতৃত্বাধীন অংশটি। কিন্তু নির্বাচন কমিশন সেবার জানায়, বাংলাদেশ জাসদ ‘নিবন্ধনযোগ্য নয়’। এর বিরুদ্ধে উচ্চ আদালতে যায় শরীফ নুরুল আম্বিয়ার দল। শেষ পর্যন্ত তাদের পক্ষেই রায় আসে।
আদালতের সেই আদেশ নিয়ে ইসিতে গিয়ে এবার ‘হাতি’ প্রতীক চেয়েছিল বাংলাদেশ জাসদ। শেষ পর্যন্ত মিলেছে ‘মোটরগাড়ি’।
শরীফ নুরুল আম্বিয়া বলেন, ‘সময় খুব কম। আমরা হাতি প্রতীক চেয়েছিলাম। দলের সংরক্ষিত প্রতীকে ইসি এই প্রতীকটি রাখেনি। তাই মোটরগাড়ি দিয়েছে।’