বাংলাদেশ ও পাকিস্তান ঘনিষ্ঠভাবে কাজ করবে

ইউনুস-শেহবাজ ফোনালাপ

চাটগাঁ নিউজ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

শুক্রবার (৩০ আগস্ট) রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বাংলাদেশের নতুন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ায় ড. ইউনুসকে অভিনন্দন জানান। একইসঙ্গে তিনি বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেন এবং ড. ইউনুসের অবদানের প্রশংসা করেন।

দুই নেতা ফোনালাপে একমত হন যে, বাংলাদেশ ও পাকিস্তানের জনগণের সমৃদ্ধি ও উন্নতির জন্য দুই দেশকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শেহবাজ শরীফ দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুজ্জীবিত করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর গভীর আকাঙ্ক্ষা প্রকাশ করেন।

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে ফোনালাপে ধন্যবাদ জানান। দুই নেতা আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগণের জীবনমান উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top