বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটিতে চট্টগ্রামের সাজ্জাদ

সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের সাজ্জাদ। সোমবার (৩০ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কমিটি অনুমোদন দিয়েছেন।

যেখানে, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান-কে চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি-কে সদস্য সচিব করে আওয়ামী লীগের এই উপ-কমিটি ঘোষণা করা হয়।

মোহাম্মদ সাজ্জাদুল হাসান সাজ্জাদ বলেন, আলহামদুলিল্লাহ্ আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের, অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস‍্য নির্বাচিত করায় বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ প্রকাশ করছি প্রিয় নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি। ধন্যবাদ জানাই বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এবং অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান আপার প্রতি। আরো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ ভাইয়ের প্রতি।

পাশাপাশি তিনি কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সকল রাজনৈতিক যোদ্ধা ও সহকর্মীদের যারা সব সময় রাজপথে আমার সাথে থেকে, রাজনৈতিক শক্তি হিসেবে আমার অনুপ্রেরণা যুগিয়ে, আমাকে একজন মুজিব সৈনিক হিসেবে সামনে এগিয়ে যেতে সহযোগিতা করেছে। আমার আত্মবিশ্বাস ছিল মুজিব আদর্শে নিঃস্বার্থ রাজনৈতিক অনুপ্রেরণা ও শক্তি নিয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যারা দেশ ও দলের প্রয়োজনে জনগণের কল‍্যানে কাজ করে যাবে,দল একদিন তাদের মূল‍্যায়ন করবেই। 

উপ-কমিটির সদস্যগণের মধ্যে আরো রয়েছেন আবুল হাসান মাহমুদ আলী এমপি, আ হ ম মুস্তফা কামাল এমপি, আবুল কালাম আজাদ এমপি, এম এ মান্নান এমপি, মোঃ আব্দুস শহীদ এমপি, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি, সাবের হোসেন চৌধুরী এমপি, মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, মোঃ আব্দুল ওদুদ এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী এমপি, আহমেদ ফিরোজ কবির এমপি, রুমানা আলী এমপি, হাফিজ আহমদ মজুমদার এমপি, শ্রী বীরেন শিকদার এমপি, মোরশেদ আলম এমপি, মনজুর হোসেন এমপি, আদিবা আনজুম মিতা এমপি, এস এম সাইফুল্লাহ আল মামুন, ড. কানিজ আকলিমা সুলতানা, ফাওজিয়া হক, এস এম জাহাঙ্গীর হোসেন, আতাউর রহমান প্রধান, মাহমুদ সালাহউদ্দিন চৌধুরী, মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী, এরিক মোরশেদ, এডভোকেট নাভানা আক্তার, আরশাদ জামাল দিপু, শেখ সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান নীলু, চৌধুরী ইয়ামিন আনাম, মোঃ ফয়েজ উল্লাহ, মোঃ শফি উদ্দিন, তসলিম উদ্দিন রানা, এম সদরুল আহমেদ খান, জাফরুল শাহরিয়ার জুয়েল, মোঃ আব্দুস সালাম খান, এস এম জাহাঙ্গীর আলম (বুলবুল), মোহাম্মদ নুরুল আমিন ফকির সাগর, মোঃ মিনহাজ উদ্দিন (সোহাগ), মোঃ রাকিবুল হক, এম হক বাবু, এম এম কামরুজ্জামান কাফী, মোঃ সাজ্জাদুল আলম শাহীন, নাসির উদ্দিন জর্জ, রাজিন দাশ রাহুল, মোঃ নাজমুল ইসলাম তুহিন, রিয়াজুল আহসান খান রিয়াজ, মোহাঃ তারিক-উল-ইসলাম টুটুল, তানভীর আহমেদ, গাজী আলিম আল রাজী, মোঃ সাইফুল ইসলাম লিটন, সৈয়দা ফৌজিয়া হোসেন, মোহাম্মদ জিল্লুর রহমান, সাদেকা হাসান সেঁজুতি, বুশরা করিম নাদিয়া, জোবায়দা হক অজন্তা, ফয়সল আহমদ চৌধুরী, মোঃ সুলতান মাহমুদ, রফিকুল ইসলাম লিটন, মোহাম্মদ আনিসুজ্জামান ইমন, সৈয়দ সাব্বির হোসেন, ড. মো. আশিকুর রহমান বিপ্লব, হাসীব আলম তালুকদার, মোঃ আকতার হোছাইন (মিন্টু), মোঃ সাইফুল ইসলাম (শিপলু), সাবিনা আখতার শিউলি, মোহাম্মদ জিহাদুল ইসলাম, অনিল চাকমা, জান্নাতুন নুর তানিয়া, দেওয়ান  রাজু আহমদ, মোঃ মিজানুর রহমান, খোরশেদুল আলম ইমতিয়াজ, মুহাম্মদ মুনীর উদ্দীন চৌধুরী, মোঃ বেলায়েত হোসেন সাগর ও তানজিলা আক্তার আইরিন।

এছাড়া, ২৪ জন বিশিষ্ট ব্যক্তির সমন্বয়ে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে।

Scroll to Top