পড়া হয়েছে: ৬৯
চাটগাঁ নিউজ ডেস্কঃ বাঁশখালীতে হাতির আক্রমণে এক বৃদ্ধ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পুকুরিয়া ইউনিয়ন নাটমুড়া পশ্চিম পাড়ার দারোগা মসজিদের সামনে এমন ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত বৃদ্ধের নাম মো. আবুল কালাম (৬৫)।
বিষয়টির সত্যতা নিশ্চিতে স্থানীয় ইউপি সদস্য মোঃ ফরিদ চাটগাঁ নিউজকে বলেন, ভোরের দিকে পুকুরিয়া ৬ নম্বর ওয়ার্ড পূর্ব নাটমুড়া গ্রামের আবুল কালাম ফজরের নামাজ পড়তে যান। নামাজ শেষে পারিবারিক কবরস্থান জিয়ারত করার মুহূর্তে পেছন থেকে বন্যহাতি আক্রমণ করে।
বাঁশখালী থানার এসআই নুরুল আলম বলেন, দারোগা মসজিদে নামাজ শেষ করে বাসায় যাওয়ার সময় বন্যহাতি আবুল কালামকে আক্রমণ করে। পরে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হলে সকাল সাড়ে ১১টায় তিনি মারা যান।
চাটগাঁ নিউজ/এসবিএন