বাঁশখালীতে লবণের মাঠ দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাঁশখালীতে লবণের মাঠ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছে ৫ জন, আহত হয়েছে অন্তত ২০ জন।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার সরল ইউনিয়নে পশ্চিম সরল চরপাড়া বেড়িবাঁধ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর আগে রাত ৮টার দিকে গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।

গুলিবিদ্ধরা হলেন— মো. সাইফুল ইসলাম, মো. নেজাম উদ্দিন, জয়নাল আবেদীন, মো. জবেদ ও মো. ইসমাঈল। এরা সবাই সরল ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় মৌলভী আবুল হাসান ও ইউপি সদস্য মনছুর আলমের গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এর আগেও বিভিন্ন সময়ে এই দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মূলত এলাকার লবণ মাঠ দখল নিয়ে এ ঘটনার সূত্রপাত।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজনের হতাহতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত ও গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top