বাঁশখালীতে বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে প্রশাসনের অভিযান

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালীতে নিত্যপণ্যের বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্তকরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে সতর্কীকরণ অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় উপজেলার চাম্বল বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ও বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদসহ বাজার কমিটির সাধারণ সম্পাদক, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জামশেদুল আলম বলেন, আজ প্রথম দিন অভিযান পরিচালনা করে সবাইকে সতর্ক করা হয়েছে। উক্ত বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদকে মাইকিং করে জানিয়ে দিতে নির্দেশনা প্রদান করা হয়। সতর্ক করে দেওয়ার পরও যেসব দোকানদার পুনরায় অবৈধ দখল কাজের সাথে যুক্ত হবে আমরা তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানাসহ আরো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবো।

চাটগাঁ নিউজ/জসীম/এমকেএন

Scroll to Top