চাটগাঁ নিউজ ডেস্ক : জেলার বাঁশখালীতে বজ্রপাতে মো. সজীব উদ্দিন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে বাহারছড়া ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সজীব উদ্দিন উপজেলার বাহারছড়া ইউনিয়নের মো. ফজল কাদেরের ৪র্থ পুত্র এবং আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সে ঈদের ছুটিতে বাড়িতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বাঁশখালীতে ধমকা হাওয়া, বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি থেমে গেলে বাড়িতে ফেরার জন্য মাইজপাড়াস্থ স্থানীয় দোকান থেকে বেরিয়ে পরে সজীব। আসার পথে হঠাৎ বজ্রপাত হলে বাড়িতে প্রবেশের এক মিনিটেরও কম দূরত্বের পথে সে আহত হয়ে রাস্তায় পড়ে যায়। এতে পরনের পোশাক পুড়ে গিয়ে তার বুকে আঘাতপ্রাপ্ত হয়। পরে উদ্ধার করে গুনাগরি মা ও শিশু জেনারেল হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী (ইউনুস মুন্সী) বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনার দিন বিকেলে সে বাহারছড়া সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে ফুটবল খেলতে গিয়েছিল। সজিব চট্টগ্রাম শহরে থাকে। সে কোরবানির ঈদে বাড়িতে এসেছিল।’
চাটগাঁ নিউজ/এসআইএস