চাটগাঁ নিউজ ডেস্ক : বাঁশখালী থানার ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার প্রধান আসামি আবু মুছা প্রকাশ মুছা মেম্বারকে গ্রেফতার করেছে র্যাব-৭।
আবু মুছা প্রকাশ মুছা মেম্বার (৪৫) একই থানার পুকুরিয়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি বাঁশখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
র্যাব-৭ জানিয়েছেন, গত ২ নভেম্বর বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধ চলাকালে বাঁশখালীর সোনারটিলা এলাকায় রাস্তার উপর অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে দুস্কৃতিকারীরা সরকারবিরোধী স্লোগান দিয়ে লাঠি, লোহার রড ইত্যাদি নিয়ে রাস্তায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, সাধারণ জনগণের মাঝে ভয়-ভীতির উদ্দেশ্যে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতা চালায়। এ সময় ৭ থেকে ৮ জন নেতাকর্মীদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে গুরুতর জখম করে এবং হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাশকতাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল হতে বিভিন্ন আলামত জব্দ করে। এ ঘটনায় মো.করিম বাদী হয়ে বাঁশখালী থানায় ৩২ জন নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫৫ থেকে ২১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, ককটেল বিস্ফোরণ এবং নাশকতা মামলার অন্যতম প্রধান আসামি আবু মুছা প্রকাশ মুছা মেম্বার বাঁশখালী থানার পুকুরিয়া চৌমুহনী বাজার এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার রতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, মুছা জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, অবরোধ কর্মসূচিতে সড়কে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে নাশকতা সৃষ্টি এবং বাদীকে মারধর করে। তার বিরুদ্ধে বাঁশখালী থানায় সরকারি সম্পত্তির ক্ষতি, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টা আইনে ১টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ