পড়া হয়েছে: ৫১
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে অনুমোদনহীন দুটি বেসরকারি হাসপাতালসহ ৩টি ল্যাব সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে বাঁশখালী পৌরসভায় পেসেন্ট কেয়ার হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল, সিটি ডায়াগনস্টিক সেন্টার, মিনি ল্যাব, প্রাইম ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: শফিউর রহমান মজুমদার বলেন, বেসরকারি এসব হাসপাতাল ও ল্যাব বিগত দিনে অনেকবার তাগাদা দেওয়া হলেও তারা অনুমোদনের কাগজপত্র দিতে না পারায় বাধ্য হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ